Last Updated: Monday, March 12, 2012, 22:40
এতদসত্ত্বেও আপনি প্রশ্ন করতেই পারেন `কেন দেখব এই ছবি?` এই ছবি ক্ল্যাসিক নয়। কাল্ট ছবি হয়ে ওঠার দাবিদারও নয় মোটেই। বেশ কিছু জায়গাতে কার্যকারণগত অসঙ্গতিও চোখে পড়তে পারে। তবে দু`ঘণ্টা দশ মিনিটের জন্য আদ্যোন্ত স্মার্ট, অসম্ভব বুদ্ধিদীপ্ত এবং বেশ জটিল একটা জিগস` পাজ্ল সল্ভ করার ছবি যদি দেখতে চান তবে এ ছবি `মাস্ট ওয়াচ`।